সাতক্ষীরার শ্যামনগর এর কুলতলি গ্রামের কৃষাণীরা পালন করছেন বিশ্ব গ্রামীণ নারী দিবস।

November 2, 2025 0 Comments
নারী তুমি ঘরে থাকবা।
তুমি বের হতে পারবা না।
দেশের নারীরা শিকল ভেঙ্গে এগিয়ে যাচ্ছে। কৃষিতে মোট শ্রমিকের ৬৫% নারী।
তবে দুঃখের বিষয়, কৃষক হিসাবে নারী এখনো স্বীকৃতি পাচ্ছে না।
কৃষক হিসেবে নারীদের স্বীকৃতি না থাকায় চারটি ক্ষেত্রে তাঁরা প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রথমত. আর্থিক ও প্রযুক্তি, দ্বিতীয়ত. খাসজমি লিজ না পাওয়া, তৃতীয়ত. সরকারি প্রণোদনা এবং চতুর্থত. যথাযথ মজুরি না পাওয়া।

Leave A Comment

To Top