যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈদেশিক কৃষি সেবা বিভাগের তথ্য বলছে, গত অর্থবছরে (২০২১-২২) বাংলাদেশ মোট দেড় হাজার কোটি ডলারের (প্রায় দেড় লাখ কোটি টাকা) বেশি কৃষিজাত পণ্য আমদানি করেছে। এর মধ্যে প্রায় ১৪ শতাংশই ভোগ্য পণ্য। এসব পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ২১০ কোটি ডলার।
ইউএসডিএর তথ্য মতে, ভোগ্য পণ্য আমদানিতে বাংলাদেশের একক নির্ভরতা বাড়ছে ভারতের ওপর।