টাঙ্গাইলের ধনবাড়ী; ময়মনসিংহের মুক্তাগাছা ও রসুলপুর এলাকা; চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, চকরিয়া ও হাটহাজারীর ইটখোলাগুলোয় কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠ পোড়ানো হয়। রাজবাড়ীর খানখানাপুর, গোয়ালন্দ, পাংশা ও কালুখালী এবং ফরিদপুরের মধুখালী ও আলফাডাঙ্গার নামও রয়েছে এই তালিকায়।পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশে বৈধ ইটখোলা ছিল সাত হাজার ৮৮১টি। এর বাইরে এক হাজারের বেশি অবৈধ ইটখোলা আছে।