দৈনিক রানার ছুটে চলুক নব উদ্যমে।
যশোর এর অন্যতম পুরাতন নিউজপেপার আবারো মিডিয়া তালিকাভুক্ত হয়েছে গত পরশু।
গত কয়েক বছর বন্ধ থাকার পর এটি আবারো চালু হলো। বর্তমান সরকার এজন্য ধন্যবাদ পেতেই পারে।
গতকাল ১৬ অক্টোবর রাতে পত্রিকাটির প্রকাশক উত্তম ঘোষ এর সঙ্গে আড্ডা হলো, জামতলার সাদেক গোল্লা মিষ্টি দিয়ে সেলেব্রেশন হলো, নবযাত্রার পরিকল্পনা শুনলাম।
শুভ কামনা দৈনিক রানার।